ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

উচ্ছ্বসিত বিপাশা কবির

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ২৩ মে ২০২৫

উচ্ছ্বসিত বিপাশা কবির

নায়িকা বিপাশা কবির

বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের বেশ ব্যস্ত একজন অভিনেত্রী নায়িকা বিপাশা কবিরের জন্মদিন ছিল শুক্রবার। জন্মদিনে তাকে দেশে-বিদেশে অবস্থানরত তার পরিবারের মানুষজনসহ অনেক শুভাকাক্সক্ষী, সহকর্মী তাকে নিয়ে নানান ধরনের কথা লিখে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। যে মানুষটির লেখা বিপাশাকে সবচেয়ে বেশি আবেগাপ্লুত করেছে তিনি হচ্ছেন মোহাম্মদ মিজানুর রহমান। তিনি লিখেছেন, আমার এই ক্ষুদ্র জীবনে, যে ক’জন মানবিক ও পরোপকারী মানুষের সঙ্গে পরিচয় ঘটেছে তারমধ্যে তিনজন আছেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা। আপনি তাদের মধ্যে অন্যতম একজন। আজ আপনার জীবনের একটি বিশেষ দিন। শুভ জন্মদিন প্রিয় পরোপকারী নায়িকা। সুস্থতায়, নিরাপদে, আনন্দমুখর কাটুক আপনার আগামী। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। 
মিজানুর রহমানের এই শুভেচ্ছা বার্তার উত্তরে বিপাশা লিখেছেন, ভাই সিরিয়াসলি, আমি যখন কঠিন সময়ে ছিলাম, আমেরিকা আসতে পারছিলাম না-কঠিন সময় পার করছিলাম আর ঠিক সেই সময়ে একজন মানুষ আমাকে সহযোগিতা করেন তিনি হলেন আপনি। হাজার হাজার শুকরিয়া ভাই। সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের চলচ্চিত্রের প্রখ্যাত খল-অভিনেতা মিশা সওদাগর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, বিপাশা তুমি ভালো মানুষ। ভালো একজন অভিনেত্রী। শুভ জন্মদিন।’ চিত্রনায়িকা শাহনূর লিখেছেন, হ্যাপি বার্থ ডে কিউটি ডল বিপাশা কবির। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বোন। এছাড়া আরও অনেকেই বিপাশা কবিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

×