ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

থাকছে না উচ্চাভিলাষ, গুরুত্ব বাস্তবায়নে: কেমন হতে যাচ্ছে আসছে অর্থবছরের বাজেট?

প্রকাশিত: ০৫:০৪, ২৪ মে ২০২৫; আপডেট: ০৫:০৫, ২৪ মে ২০২৫

থাকছে না উচ্চাভিলাষ, গুরুত্ব বাস্তবায়নে: কেমন হতে যাচ্ছে আসছে অর্থবছরের বাজেট?

ছবি: প্রতীকী

প্রায় ১৬ বছর পর বাংলাদেশ পেতে যাচ্ছে একটি অরাজনৈতিক সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেট। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের পরিপ্রেক্ষিতে এই বাজেট উত্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালিউদ্দিন আহমেদ।

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা আসবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। আর বাকি ৬১ হাজার কোটি টাকা আসবে রাজস্ব বিভাগ বহির্ভূত কর ও কর ব্যতীত রাজস্ব থেকে।

অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই বাজেট ঘোষণার আগে আটটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে রাজস্ব আহরণে ঘাটতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যয় কমানো, কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়ানো।

নতুন বাজেটে থাকবে না অতীতের মতো উচ্চাভিলাষী প্রকল্পের ঘটা কিংবা রাজনৈতিক বাগাড়ম্বর। বরং বাস্তবায়নযোগ্য ও মিতব্যয়ী বাজেট তৈরির দিকেই জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালিউদ্দিন।

সাধারণ নাগরিকদের স্বস্তি দিতে এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়ানো হতে পারে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। নতুন এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত।

প্রথমবারের মতো বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার বাজেট পেশ করা হবে। ২ জুন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে এই বাজেট বক্তৃতা। এটাই হতে যাচ্ছে একটি দীর্ঘ সময় পর অরাজনৈতিক সরকারের অধীনে একটি নিরপেক্ষ বাজেট, যেখানে বাস্তবতা ও দায়িত্বশীলতা থাকবে মুখ্য।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=0A8_AIvnNyk

 

রাকিব

×