
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলাদেশে আর কোনো ১/১১ ঘটনার পুনরাবৃত্তি হবে না। তার মতে, এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত ও আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
রাশেদ খান তার পোস্টে প্রশ্ন তুলে বলেন, যারা আজ ১/১১ নিয়ে কথা বলছে, তারা নিজেরাই কি আসলে ১/১১ চায় না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, তাদের চারপাশ ঘিরে আছে সেই সময়কার কুশীলবরা। এমনকি তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভবত তাদেরই পরামর্শে এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পথচলা কেউ থামাতে পারবে না। ইনশাআল্লাহ, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব।
পোস্টে রাশেদ খান বলেন, “আমাদের সকলের প্রত্যাশা, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে।”
তার মতে, এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিভাজনের মধ্যেও একটি যৌথ, দায়িত্বশীল ও অগণতান্ত্রিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।রাশেদ খান যে ভাষায় সরাসরি অগণতান্ত্রিক হস্তক্ষেপের বিরোধিতা করেছেন, তা স্পষ্ট করে দেয় গণঅধিকার পরিষদের অবস্থান।
আফরোজা