ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার সারজিস আলমকে আইনি নোটিশ, চাইতে হবে ক্ষমা

প্রকাশিত: ১৪:০৩, ২৪ মে ২০২৫; আপডেট: ১৪:০৪, ২৪ মে ২০২৫

এবার সারজিস আলমকে আইনি নোটিশ, চাইতে হবে ক্ষমা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই নোটিশ পাঠান। নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া তাকে দুই ঘণ্টার মধ্যে একটি প্রেস কনফারেন্স করে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনজীবী মো. জসিম উদ্দিন আদালত অবমাননার মামলা করার হুমকি দিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) সারজিস আলম তার ফেসবুক পেজে একটি পোস্টে উচ্চ আদালত সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ না থাকলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।” তিনি আরও উল্লেখ করেন, “শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে।” সারজিস আলমের এই পোস্টে তিনি বিচারকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সারজিস আলমের এই মন্তব্যের পর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি সারজিস আলমকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন।

এসইউ

×