ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

হার্ভার্ড থেকে বিশ্ব নেতৃত্ব! নন্দিতদের সাথে আছে নিন্দিত নেতানিয়াহুও

প্রকাশিত: ১৮:০৬, ২৪ মে ২০২৫

হার্ভার্ড থেকে বিশ্ব নেতৃত্ব! নন্দিতদের সাথে আছে নিন্দিত নেতানিয়াহুও

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়। প্রায় ৪০০ বছরের পুরনো এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা লাভ করে বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আজ নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকে। শিক্ষার মানদণ্ডে হারভার্ড বর্তমানে বিশ্বের চতুর্থ স্থান অধিকার করে আছে।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত হার্ভার্ড  বিশ্ববিদ্যালয় আইভি লিগের অন্তর্ভুক্ত—যা উত্তর আমেরিকার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি সম্মানজনক গোষ্ঠী। ১৭শ শতকে নিউ ইংল্যান্ডে বসবাসকারী অভিবাসী ধর্মযাজকদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত।

হার্ভার্ড'র ক্যাম্পাসে পদচারণা করেছেন ইতিহাস গড়া বহু রথী-মহারথী। সাবেক এবং বর্তমান অনেক রাষ্ট্র ও সরকারপ্রধান এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এ তালিকায় রয়েছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো এবং বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্ভাব্য উত্তরসূরি ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। মেক্সিকোর সাবেক দুই প্রেসিডেন্ট কার্লোস সালিনাস এবং ফেলিপে কালদেরোনও রয়েছেন এই গৌরবময় তালিকায়।

দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হান ডাক-সু, যিনি এখনো সরকারে আসীন, তিনিও হার্ভার্ডের একজন প্রাক্তন ছাত্র। তবে ব্যতিক্রমও রয়েছেন—যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি হার্ভার্ডে অধ্যয়ন করলেও তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড আজ বিশ্বব্যাপী বিতর্কিত।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা, উদ্যোক্তা, নোবেল বিজয়ী ও বুদ্ধিজীবী। হার্ভার্ডের শিক্ষার্থী হওয়ার স্বপ্ন দেখা অনেক শিক্ষার্থীর কাছেই এক চূড়ান্ত লক্ষ্য।

 

মারিয়া

×