
ছবি: সংগৃহীত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার (২৪ মে) সন্ধ্যায় বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে অংশ নেয় দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বাকি তিন সদস্য হলেন ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ।
প্রতিনিধিদলটি সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছায়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, “আমরা বলেছি, এই তিনটি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার একটা ঐকমত্যের ভিত্তিতে একটা সংষ্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখব এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব।”
বিস্তারিত আসছে...
নুসরাত