
কাউনিয়া, রংপুর, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো.মহিদুল হক, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি,অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।
রাজু