ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আ. লীগ আমলের প্রত্যেকটা ইলেকশনকে অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে এনসিপি: প্রেস সচিব

প্রকাশিত: ২৩:৩৪, ২৪ মে ২০২৫; আপডেট: ২৩:৩৬, ২৪ মে ২০২৫

আ. লীগ আমলের প্রত্যেকটা ইলেকশনকে অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে এনসিপি: প্রেস সচিব

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আ. লীগ আমলের প্রত্যেকটা ইলেকশনকে অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে এনসিপি।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভমেন্ট ইলেকশন আগে চেয়েছে। তারা মনে করে যে লোকাল গভমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না। তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভমেন্ট ইলেকশন গুলো শুরু হয়। আর ওরা এট দা সেইম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন রয়েছে ইনক্লুডিং লোকাল গভমেন্ট ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে।

সূত্রঃ https://youtu.be/blQgpiHQnKM?si=iCjr8n1gUOmlwtfy

ইমরান

×