
সংগৃহীত ছবি
যথেষ্ট সংখ্যক সাংবাদিকের অনুপস্থিতির কারণে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে। ‘বাংলা একাডেমি সংস্কার’ বিষয়ক এই সম্মেলন শনিবার দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত ছিলেন। পরবর্তীতে আরও সাংবাদিকদের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা করা হলেও নতুন করে কেউ আসেননি। এ অবস্থায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনের সময়সূচি অনুযায়ী মন্ত্রণালয় ও বাংলা একাডেমির কর্মকর্তারা বারবার সভাকক্ষে এসে সাংবাদিকদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। দুপুর আড়াইটায় মহাপরিচালক উপস্থিত সাংবাদিকদের জানান, সম্মেলন বিকেল ৩টায় শুরু হবে। কিন্তু তখনও সাংবাদিকদের উপস্থিতি না বাড়ায় বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন বাতিল করা হয়। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ মে) একই বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা স্থগিত করে শনিবারের জন্য পুনর্নির্ধারণ করা হয়।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “সাংবাদিকদের উপস্থিতি কম থাকায় দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন স্থগিত করতে হচ্ছে। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা সাংবাদিকদের জানানো হবে।”
সংবাদ সম্মেলনের নতুন তারিখ এখনও অনিশ্চিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যাপ্ত সাংবাদিক অংশগ্রহণ নিশ্চিত হলে পরবর্তী সময়ে সম্মেলন আয়োজনের চিন্তা করা হচ্ছে।
সাব্বির