ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

রেকর্ড ভেঙে মোস্তাফিজের জ্বলে ওঠা, শেষ ম্যাচে দিল্লির জয়

প্রকাশিত: ০১:৩২, ২৫ মে ২০২৫

রেকর্ড ভেঙে মোস্তাফিজের জ্বলে ওঠা, শেষ ম্যাচে দিল্লির জয়

ছবি: সংগৃহীত

শেষ সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান, কিন্তু তাতেই তিনি দেখিয়ে দিলেন কেন তাঁকে ‘ফিজ’ বলা হয়। নিজের দলের শেষ ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন এই বাঁহাতি পেসার। তুলে নিলেন ৩টি উইকেট, আর সেই সঙ্গে ভাঙলেন সাকিব আল হাসানের দীর্ঘদিনের রেকর্ড—আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার এখন মোস্তাফিজ।


আজকের ম্যাচ শুরুর আগে মোস্তাফিজের ঝুলিতে ছিল ৫৯ ইনিংসে ৬২ উইকেট। আর সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ হয়েছিল ৭০ ইনিংসে ৬৩ উইকেট নিয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে মোস্তাফিজ আজ ৩ উইকেট তুলে নিয়ে ৬০ ইনিংসে ৬৫ উইকেট নিয়ে পেরিয়ে গেলেন সাকিবকে।


জয়পুরের মানসিং স্টেডিয়ামে প্রথমে প্রিয়াংশ আর্যকে তুলে নিয়ে দিলেন দলকে শুরুটা। এরপর ডেথ ওভারে ফেরালেন শশাঙ্ক সিংকে। আর শেষ ওভারে মারকুটে মার্কো ইয়ানসেনকেও পাঠালেন প্যাভিলিয়নে। সবমিলিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিলেন ৩ উইকেট। দলের বাকি বোলাররা যেখানে প্রতি ওভারে গড়ে ৯ রান করে দিয়েছেন, মোস্তাফিজ সেখানে ৮.২৫ ইকোনমিতে ছিলেন নিয়ন্ত্রিত ও কার্যকর।


পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ার (৫৩) ও মার্কাস স্টয়নিসের (১৬ বলে ৪৪) ঝড়ো ইনিংসে ভর করে ২০৬ রানের পাহাড় গড়ে। তবে দিল্লি ক্যাপিটালস সেই লক্ষ্যে শুরু থেকেই টপ অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং করে। একের পর এক উইকেট হারালেও প্রত্যেক ব্যাটার খেলেছেন অন্তত ১৫০ স্ট্রাইক রেটে।

সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেন শেষদিকে এক ব্যাটার, যিনি খেলেন মাত্র ২৫ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস। সেই ইনিংসেই গতি পায় দিল্লির চেজ। ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।


যদিও এই জয়ে প্লে-অফে উঠতে পারেনি দিল্লি, তবে আইপিএল থেকে তারা বিদায় নিল মাথা উঁচু করেই। আর মোস্তাফিজ রেখে গেলেন এক গৌরবময় রেকর্ড, যেটা হয়তো দীর্ঘদিন স্মরণে রাখবে আইপিএল–প্রেমীরা।

এসএফ

×