ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা ৫ দিন বৃষ্টি থাকবে যেসব অঞ্চলে

প্রকাশিত: ২২:১৫, ২৪ মে ২০২৫

টানা ৫ দিন বৃষ্টি থাকবে যেসব অঞ্চলে

ছবি: এমডি সাব্বির

বাংলাদেশে আগামী পাঁচদিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব এলাকায় আগামী বুধবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

শনিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে বলেন, দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ মে):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (২৬ মে):
রংপুরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অন্যান্য বিভাগেও কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৭ মে):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে বৃষ্টি তুলনামূলক কম হলেও বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (২৮ মে):
দক্ষিণাঞ্চলের চার বিভাগ—ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়কালে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতে তাপমাত্রা অল্প বেড়ে যেতে পারে।

সতর্কতা:
আবহাওয়াবিদরা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও শহরগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টির প্রবণতা আগামী পাঁচদিনে আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সাব্বির

×