
জনসংখ্যার ক্রমহ্রাস রোধে এবং পরিত্যক্ত গ্রামগুলোতে প্রাণ ফেরাতে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে ইতালির ত্রেন্তিতো প্রদেশ। এখানকার ৩৩টি জনশূন্য বা জনবিরল পাহাড়ি এলাকায় বসবাস করতে আগ্রহী নতুন নাগরিকদের দেওয়া হবে সর্বোচ্চ ১ লক্ষ ইউরো পর্যন্ত অনুদান। ২০২৫ সালের শেষ নাগাদ প্রকল্পটির অধীনে কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?
বাড়ি কেনার জন্য সর্বোচ্চ ২০,০০০ ইউরো এবং সংস্কারের জন্য ৮০,০০০ ইউরো পর্যন্ত অনুদান।
অনুদানের জন্য কোনো আয় বিবরণ (ISEE) জমা দিতে হবে না, তবে "নতুন সক্রিয় নাগরিক" হিসেবে বসবাসের প্রতিশ্রুতি থাকতে হবে।
যাঁরা অন্তত ১০ বছর ওই এলাকায় নিজে বসবাস করবেন বা সেখানেই বাড়িটি ভাড়া দেবেন, তাঁরাই এই সুযোগের আওতায় আসবেন।
ঐতিহাসিক কেন্দ্রভুক্ত এলাকায় খরচের ৪০% এবং অন্যান্য অঞ্চলে ৩৫% পর্যন্ত কভার করবে প্রাদেশিক সরকার।
*একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি সম্পত্তির জন্য আবেদন করতে পারবেন।
*২০২৫ সালের মধ্যেই আবেদন সম্পন্ন করে সংস্কার কাজ শুরু করতে হবে।
*এই প্রকল্প শুধুমাত্র পর্যটক-ঘন এলাকায় নয়, বরং কম জনবসতিপূর্ণ অঞ্চলে কার্যকর হবে।
কে করতে পারবে আবেদন?
৪৫ বছরের বেশি বয়সীরা চাইলে নিজের গ্রামেই এই প্রকল্পে অংশ নিতে পারবেন। আবেদন জমা দেওয়ার চার মাসের মধ্যে প্রথম পর্যায়ের ফলাফল জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতামত:
প্রাদেশিক মিশন ইউনিটের পরিচালক ইলেয়ানা অলিভো বলেন, “আমরা এমন পরিবার খুঁজছি যারা এই জায়গাগুলোর সামাজিক পুনর্জন্ম ঘটাবে। পাঁচটি নতুন পরিবার একটি গোটা গ্রাম বদলে দিতে পারে।”
গ্রামগুলোর তালিকায় রয়েছে:
Val di Non, Val di Sole, Primiero, Valsugana, San Martino di Castrozza-সহ মোট ৩৩টি গ্রাম। তবে লক্ষ্য রাখতে হবে, এইসব এলাকায় কাজের সুযোগ খুব সীমিত এবং শীতকালে অধিকাংশ সময়ই বরফে ঢাকা থাকে।
এই প্রকল্প ইতালির গ্রামীণ পুনর্জাগরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগ্রহীরা দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন।
রিফাত