ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আপনার নামে কয়টি সিম চালু আছে? এক মিনিটেই জেনে নিন!

প্রকাশিত: ২১:২৫, ২৪ মে ২০২৫

আপনার নামে কয়টি সিম চালু আছে? এক মিনিটেই জেনে নিন!

ছবি: সংগৃহীত।

আপনার জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে, তা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনার অজান্তেই কেউ আপনার পরিচয়ে সিম চালু করে অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে।

কীভাবে জানবেন?

আপনার যেকোনো মোবাইল অপারেটর থেকে (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক):

  • ডায়াল করুন *১৬০০১#

  • ফিরতি মেসেজে আপনার এনআইডির শেষ ৪টি সংখ্যা চাওয়া হবে

  • সেই ৪টি সংখ্যা লিখে পাঠিয়ে দিন

  • এরপর ফিরতি মেসেজে আপনার নামে নিবন্ধিত সব সিম নম্বরের তালিকা আসবে

প্রতিটি সিম নম্বরের শুরুর তিনটি এবং শেষের তিনটি সংখ্যা দেখা যাবে। যেমন: ০১৫*****১২৩

কেন এটি জরুরি?

  • অপরিচিত সিম আপনার নামে ব্যবহার হচ্ছে কি না তা জানতে পারবেন

  • আইনগত বিপদ এড়াতে আগে থেকেই সতর্ক হতে পারবেন

  • অপ্রয়োজনীয় বা সন্দেহজনক সিম নম্বর ব্লক করে ফেলতে পারবেন

এই সেবা পুরোপুরি বিনামূল্যে পাওয়া যাবে। কোনো ধরনের টাকা কাটা হবে না।

এখনই যাচাই করে নিন, আপনার নামে কয়টি সিম সক্রিয় আছে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

নুসরাত

×