ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা!

প্রকাশিত: ১৮:০৮, ২৪ মে ২০২৫; আপডেট: ১৮:০৯, ২৪ মে ২০২৫

সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা!

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রোববার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার বিকালে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে জুলাই মাসে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

এসইউ

×