
ছবিঃ সংগৃহীত
নির্ভরযোগ্য ও সংবিধানসম্মত একটি নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, "১/১১-র বন্দোবস্ত বলতে বোঝায় একটি সেনা-সমর্থিত ও বিদেশি শক্তির প্রভাবে গঠিত গণতন্ত্রবিরোধী সরকার। আমরা বরাবরই বলে আসছি, ৩ আগস্ট এবং ৫ আগস্টের সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও স্পষ্টভাবে বলা হয়েছে—আমরা এমন একটি সরকার চাই, যা গণঅভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষে দাঁড়াবে এবং গণতন্ত্র ও সংস্কার নিশ্চিত করবে।"
নাহিদ ইসলাম আরও বলেন, "আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। তারা দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ তাদের কাজ নয়। তাদের দায়িত্ব দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সংকটময় মুহূর্তে সহায়তা প্রদান। বর্তমানে তারা আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে।"
তিনি বলেন, "আমরা একটি নতুন সংবিধান এবং সুশৃঙ্খল রূপান্তরের লক্ষ্যে গণপরিষদ ও আইনসভার নির্বাচন চাই। বর্তমানে মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের বিভিন্ন রায়ের কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। এজন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।"
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার প্রস্তাবকে আমরা সমর্থন করি। তবে এর আগে জুলাই মাসেই একটি ঘোষণাপত্র, বিচার সংস্কারসহ প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের নিশ্চয়তা দিতে হবে, এরপরই জাতীয় নির্বাচনের পথে যাওয়া সম্ভব।"
মারিয়া