ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুল বিক্রি করে সংসার চালায় ৫ বছরের জান্নাত

রায়হান হোসাইন, কন্ট্রবিউটিং রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশিত: ০৮:৫৫, ২৪ মে ২০২৫

ফুল বিক্রি করে সংসার চালায় ৫ বছরের জান্নাত

সবে মাত্র কথা শিখেছে। এখনি স্কুলে যাবার সময় হয়নি তার। তবুও সড়কে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফুল বিক্রি করে সংসার চালাচ্ছে ৫ বছর বয়সী ছোট্ট শিশুটি। বলছি, চট্টগ্রামের শিশু ফুল বিক্রেতা জান্নাত ইসলাম আফরানের কথা। অভিযোগ আছে ফুল বিক্রি না করলে মায়ের হাতে মার খেতে হয় তাকে। 

জান্নাত চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকায় ফুল বিক্রি করে। পাশের রেলওয়ে কলোনীতে বসবাস করে তারা। সেখানে জান্নাতের সাথে তার বাবা মাও থাকেন। তারা এক ভাই ও এক বোন। জানা গেছে, জান্নাতের মা নিজেও একজন খুচরা ফুল ব্যবসায়ী। এদিন সিআরবি এলাকার এম এ আজিজ স্টেডিয়ামের বিপরীতে সড়কে দাঁড়িয়ে ফুল বিক্রি করতে দেখা গেছে তাকে। ফুল বিক্রি করে দৈনিক ১শ থেকে দেড়শো টাকা আয় হয় তার।

ফুল বিক্রেতা জান্নাত জানান, ফুল বিক্রি করতে ভালো লাগে না তার। তবুও সংসারের খরচ যোগাতে ফুল বিক্রি করতে হয় তাকে। বিকেলে বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে করে তার। কিন্তু কোন উপায় নাই। তার মা নিজেও একজন ফুল বিক্রেতা। বাবা কোন কাজ করে না। তার বড় ভাইও ফুল বিক্রি করে সংসার চালায়। তাকেও স্কুলে পাঠায় না তার মা বাবা। 

সিআরবি এলাকায় ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, শিশুদের দিয়ে যারা ফুল বিক্রি করাচ্ছে, তারা অপরাধ করছে। বেশী লাভের আশায় বাচ্চাদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে নজর রাখা উচিত। এই শিশুর এখনো স্কুলে যাবার বয়স হয়নি। কিন্তু তাকে অধিক মুনাফার আশায় ফুল বিক্রির কাজে লাগিয়ে দিয়েছে। আমি মনে করি, এটি অপরাধ। 

এলাকার একজন বেলুন বিক্রেতা জানান, ফুল বিক্রি না করলে মায়ের হাতে মার খেতে হয় ছোট্ট শিশুটির। শুধু তাই না। নির্দিষ্ট অংকের টাকার ফুল বিক্রির টার্গেটও দেওয়া হয় তাকে। যদি বিক্রি করতে না পারে, তবে মার খেতে হয় তাকে। এই বিক্রেতা আরো জানান, তার মা নিজেও একজন ফুল ব্যবসায়ী। ছেলে মেয়েদের দিয়ে ফুল বিক্রি করান তিনি। 

চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি সবুজে ঘেরা এক অনন্য প্রাকৃতিক দর্শনীয় স্থান। চারিদিকে গাছপালায় ঘেরা পাহাড়ি পরিবেশ হওয়ায় এখানে প্রতিদিনই ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থীরা। ফলে এই স্থানে ফুলসহ ভাসমান অনেক দোকানপাট বসে। আর এখানে ফুল বিক্রি করে জান্নাতসহ তার ভাই ও মা। প্রতিদিন সকাল ৮ থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল বিক্রি করে জান্নাত ইসলাম আফরিন। প্রতিদিন প্রায় ৪শ থেকে পাঁচশো টাকার ফুল বিক্রি করে এই শিশুটি। এতে করে তার লাভ হয় মাত্র ১শ থেকে দেড়শো টাকা। এসব ফুল সে নগরের চেরাগি পাহাড় এলাকা থেকে পাইকারি দরে সংগ্রহ করে। জান্নাতের সংগ্রহে থাকে গোলাপ, গাধা ও বেলী ফুলের মালা। প্রতি গোলাপ সে ২০ টাকায় বিক্রি করে। প্রতিদিন প্রায় ২শ ফুল ও কিছু মালা বিক্রি হয় তার।

নোভা

×