ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়িতে ১৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, দুই ভাই গ্রেপ্তার

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৪:৫০, ২৪ মে ২০২৫

খাগড়াছড়িতে ১৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, দুই ভাই গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহেন্দ্র গাড়িও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেরুং ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। রাত সাড়ে ১২টার দিকে একটি মাহেন্দ্র গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতরে থাকা ১০টি প্লাস্টিকের বস্তায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।

ওসি বলেন, “মোট ১৪ হাজার প্যাকেট ওরিস ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।”

তল্লাশির সময় গাড়িতে থাকা দুই ভাই মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) কে আটক করা হয়। তারা দীঘিনালার মেরুং ইউনিয়নের সোবাহানপুর গ্রামের বাসিন্দা, পিতার নাম মো. শামছুল আলম।

তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, তারা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা দিয়ে বিদেশি সিগারেট পাচারে জড়িত।

স্থানীয়দের অভিযোগ, দীঘিনালাসহ খাগড়াছড়ির সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদেশি পণ্য, বিশেষ করে সিগারেট ও প্রসাধন সামগ্রী পাচার হয়ে আসছে। তবে অধিকাংশ সময়ই পাচারকারীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

নুসরাত

×