ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আইসিইউতে থেকে নয়াদিল্লিতে প্রিয় অভিনেতার প্রয়াণ,—রাহুল দেব জানালেন ভাইয়ের অবস্থা

প্রকাশিত: ১৮:১৭, ২৪ মে ২০২৫; আপডেট: ১৮:১৮, ২৪ মে ২০২৫

আইসিইউতে থেকে নয়াদিল্লিতে প্রিয় অভিনেতার প্রয়াণ,—রাহুল দেব জানালেন ভাইয়ের অবস্থা

বলিউড অভিনেতা মুকুল দেবের অকাল মৃত্যু সংবাদ প্রকাশ পেতেই বলিউড জগতে গভীর শোক নেমে এসেছে। প্রথম এই খবর ঘোষণা করেন প্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী, তবে মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি। এই রহস্যজনক পরিস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

অবশেষে মুকুল দেবের মৃত্যু বিষয়ে মুখ খুললেন তার ছোট ভাই অভিনেতা রাহুল দেব। তিনি জানান, মুকুল কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত ৮ থেকে ১০ দিনের মধ্যে তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রাহুল দেবের দেওয়া এক সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানানো হয়, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার প্রিয় ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।’ মুকুল তাঁর কন্যা সিয়া দেবের সঙ্গে বসবাস করতেন।

রাহুল আরও জানান, ‘আমাদের তিন ভাই বোন রশমি, রাহুল ও আমি মুকুলকে খুব মিস করব। তার ভাইয়ের ছেলে সিদ্ধান্ত দেবও তাকে স্মরণ করবে।’ তিনি অনুরোধ করেন, বিকেল পাঁচটায় নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য মুকুল দেবের শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্য।

তবে মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা থেকে গেছে, এমনটাই জানিয়েছেন রাহুল দেব। মুকুলের মৃত্যুর সংবাদ প্রকাশ হতেই বলিউডের অনেক তারকা তার বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন। মনোজ বাজপেয়ী ছাড়াও বিন্দু দারা সিংহ ও দীপশিখা নাগপালও সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন।

মুকুল দেব ছিলেন ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ। ‘দস্তক’ সিনেমায় পুলিশের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। বিশেষ করে সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় তার পারফরম্যান্স প্রশংসিত হয়। মুকুল শুধু হিন্দি সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি মালয়ালি, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাতেও কাজ করেছেন।

বলিউড হারালো এক মেধাবী অভিনেতাকে, যাঁর অভিনয় অনেকের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

রাজু

×