
বলিউডে আবারও নেমে এলো শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। শনিবার (২৪ মে) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাখা হয়েছিল আইসিইউতে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন জনপ্রিয় এই অভিনেতা।
মুকুল দেব ছিলেন বলিউড, টেলিভিশন ও আঞ্চলিক চলচ্চিত্রের এক পরিচিত মুখ। কাজ করেছেন হিন্দি, পাঞ্জাবি, দক্ষিণী ও বাংলা সিনেমায়। বাংলা সিনেমায় খল চরিত্রে তাঁর উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। বিশেষ করে জিৎ অভিনীত ‘আওয়ারা’ ছবিতে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দারা সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না। খুব কষ্ট হচ্ছে।”
১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর দিল্লিতে জন্ম মুকুল দেবের। পেশাগত জীবনে তিনি শুধু অভিনেতাই ছিলেন না, একজন প্রশিক্ষিত পাইলটও ছিলেন। তাঁর বাবা হরি দেব ছিলেন দিল্লি পুলিশের সহকারী কমিশনার। অভিনয়ের প্রতি ভালবাসা থেকেই মুকুলের চলচ্চিত্রে যাত্রা শুরু।
১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। পাশাপাশি টেলিভিশন দর্শকদের মন জয় করেন ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে।
তাঁর ছোট ভাই রাহুল দেবও একজন পরিচিত অভিনেতা। তবে বাবা-মায়ের মৃত্যু মুকুলকে মানসিকভাবে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। এরপর থেকেই তিনি ধীরে ধীরে গুটিয়ে নিতে থাকেন নিজেকে। অভিনয় জগত থেকেও দূরে সরে যান, দেখা করতেন না পরিচিতজনদের সঙ্গেও।
মুকুল দেবের এই আকস্মিক প্রস্থান চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। সহ-অভিনেতা, নির্মাতা ও ভক্তরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
মিমিয়া