ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

“অভিনন্দন আমার রাজা”-শাকিব খানকে নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি ভালোবাসা প্রকাশ!

প্রকাশিত: ১৫:০৪, ২৪ মে ২০২৫; আপডেট: ১৭:১২, ২৪ মে ২০২৫

“অভিনন্দন আমার রাজা”-শাকিব খানকে নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি ভালোবাসা প্রকাশ!

ঢালিউড সুপারস্টার শাকিব খান। দীর্ঘ ২৫ বছর ধরে পর্দায় রাজত্ব করছেন তিনি। তার অভিনয় ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষে তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে অভিনন্দনের জোয়ার। বিশেষ এই মুহূর্তে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই নিজেদের আবেগ প্রকাশ করেছেন ফেসবুক পোস্টে।

গত শুক্রবার (২৩ মে) এক জমকালো আয়োজনে ঢালিউডের এই ‘কিং খান’ পেয়েছেন ক্যারিয়ারের ২৫ বছর পূর্তির বিশেষ সম্মাননা। তারই পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, “স্থির ব্যক্তিদের ঝড়ের চেয়েও জোরে কথা বলতে দিন।” পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়।

শাকিবের এই বিশেষ মুহূর্তে সঙ্গে ছিলেন তার দুই প্রাক্তন সঙ্গীও। প্রথমেই শবনম বুবলী শাকিবের আপলোড করা ছবিটি শেয়ার করে লেখেন,
“আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখেছেন। এর জন্য বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।”

এরপর মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভালোবাসা মিশ্রিত এক আবেগঘন ক্যাপশনে লেখেন, “অভিনন্দন আমার রাজা শাকিব খান।”

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের দাম্পত্য জীবনে রয়েছে একটি পুত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে তাদের। পরবর্তীতে ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। সে সংসারে রয়েছে আরেক পুত্র সন্তান শেহজাদ খান বীর। তবে সেই সম্পর্কও টেকেনি দীর্ঘদিন।

বর্তমানে একাকী জীবনযাপন করছেন ঢালিউডের এই মেগাস্টার। তবে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ ঘটলেও অপু-বুবলী দু’জনেই শাকিবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। আর তারই প্রমাণ মিলল ২৫ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে দুজনার ফেসবুক পোস্টে।

শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ার, ব্যক্তিজীবনের জটিল সমীকরণ আর একটাই মঞ্চে অপু-বুবলীর অভিনন্দন সব মিলিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। ঢালিউডের রুপালি পর্দায় ২৫ বছরের এই নায়ক এখনও দর্শকের মনে রাজত্ব করে চলেছেন এটা যেন আবারও প্রমাণিত হলো।

মিমিয়া

×