
জামালপুরের সরিষাবাড়ী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ সরকারকে (৩৫) ইয়াবাসহ আটক করেছে যৌথ বাহিনী। সারারাত অভিযান শেষে শনিবার (২৪ মে) সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত সুভাষ সরকার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ফজলুল হক ওরফে ফজল মেম্বারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সুভাষের বিরুদ্ধে যমুনায় নৌ-ডাকাতি, মাদক ও অবৈধ বালু ব্যবসা, হত্যা নাশকতাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পিংনা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সে কয়েক রাউন্ড গুলি চালায়। সম্প্রতি নৌ-ডাকাতির জন্য স্পিডবোট কিনে সে যমুনা নদীতে চলাচল শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তা জব্দ করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে লে. শাহরিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে শুক্রবার রাতভর সুভাষের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) জসিম উদ্দিন জানান, আটককৃত সুভাষের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
প্যানেল