ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

৫০ বছর পূর্তিতে নতুন রূপে এসএমসি ওরস্যালাইন

প্রকাশিত: ১৮:২০, ২৪ মে ২০২৫

৫০ বছর পূর্তিতে নতুন রূপে এসএমসি ওরস্যালাইন

সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান রাখা প্রতিষ্ঠান সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) উদ্‌যাপন করছে তাদের ৫০ বছরের পথচলা।  ২৪ মে ২০২৫ এই বিশেষ উপলক্ষ্যে তারা জনপ্রিয় ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ওআরএস) ব্র্যান্ড  ‘ওরস্যালাইন-এন’ কে নতুন রূপে বাজারে এনেছে। সেখান থেকে এটি পাওয়া যাবে ‘এসএমসি ওরস্যালাইন’ নামে, আরও  আধুনিক ও আকর্ষণীয় প্যাকেজিংয়ে

বিশ্বব্যাপী স্বীকৃত ১ নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড হিসেবে পরিচিত ওরস্যালাইন-এন বহু বছর ধরেই ডায়রিয়া ও পানিশূন্যতায় ভোগা মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসএমসি জানিয়েছে, নতুন প্যাকটিতে আধুনিক উপকরণ ব্যবহারের পাশাপাশি ব্যবহারবিধি আরও সহজ করে উপস্থাপন করা হয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে বুঝে ব্যবহার করতে পারেন।

নতুন প্যাকেজের সঙ্গে এসএমসি চালু করেছে একটি নতুন স্লোগান “এসএমসি ওরস্যালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়” যা প্রতিষ্ঠানটির মানবিক ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের প্রতিফলন। এছাড়া, এসএমসি ওষুধ ব্যবহারে জনগণকে সতর্ক করে বলেছে: অ্যান্টিবায়োটিক শুধু রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুন

ঔষধ কেনার সময় মেয়াদ দেখে নিন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন  এ উদ্যোগ এসএমসি’র ৫০ বছরের সেবা ও উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন নামে ও নতুন রূপে ‘এসএমসি ওরস্যালাইন’ স্বাস্থ্য খাতে আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
 

হ্যাপী

×