ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ধামরাইয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা,ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৮:৩৬, ২৪ মে ২০২৫

ধামরাইয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ঢাকার ধামরাইয়ে ২২২ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৪মে) দুপুরে ধামরাই কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মোহামদ্দীয়া গার্ডেনে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। 

উপস্থিত ছিলেন ভালুম আতাউর রহমান খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এমএ জলিল, ধামরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাসান, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ধামরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

মুমু

×