
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর উপকূলজুড়ে গত দুদিনের অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট।
পটুয়াখালী পৌর শহরের জুবিলী স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, মুন্সেফপাড়াসহ শহরের অধিকাংশ সড়ক এবং উপকূলের বিভিন্ন এলাকায় দেখা দেয় মারাত্মক জলাবদ্ধতা। এতে পৌরবাসিসহ উপকূল অঞ্চল মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
কয়েকজন অটোরিকশা চালক বলেন, রাস্তায় পানি জমে থাকে এজন্য যা্ত্রীর দেখা কম পাওয়া যায়। একইসাথে পটুয়াখালী শহরে ড্রেনিং ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।আমাদের ভোগান্তি বেড়ে যায়।
পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ৮৮ দশমিক ৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আসিফ