ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জমি নিয়ে বিরোধ: ঘরে আগুন দিয়ে দখলের চেষ্টা!

কামরুজ্জামান বাচ্চু, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২২:২৭, ২৪ মে ২০২৫

জমি নিয়ে বিরোধ: ঘরে আগুন দিয়ে দখলের চেষ্টা!

ছবি: জনকণ্ঠ

বাউফলে রাতের আঁধারে দুর্বৃত্তরা একটি বসতঘরে আগুন দিয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ বিলবিলাস গ্রামের গৌরাঙ্গ ও তরঙ্গ মিস্ত্রি পৈতৃক সূত্রে মালিক। একই বাড়ির প্রিয়লাল মিস্ত্রির সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনটি মামলায় গৌরাঙ্গ ও তরঙ্গ আদালতে রায় পেয়েছেন। সেই বিরোধের জেরেই তরঙ্গ মিস্ত্রির বসতঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতেই বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ভুক্তভোগী তরঙ্গ মিস্ত্রি বলেন, "আমার পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছি। জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলা করি এবং আমাদের পক্ষে রায় আসে। পরে প্রতিপক্ষ উচ্চ আদালতে আপিল করে এবং আদালত মামলাটি পুনরায় নিম্ন আদালতে পাঠায়। কিন্তু বিষয়টি আমাদের গোপন রাখা হয় এবং আমাদের আইনজীবীও কিছু জানাননি। এরপর প্রতিপক্ষ একতরফাভাবে রায় নিয়ে জমি দখলের পাঁয়তারা চালায়। এরই অংশ হিসেবে তারা বসতঘরে আগুন দেয়।"

তরঙ্গ মিস্ত্রির স্ত্রী সুমিতা রাণী বলেন, "গভীর রাতে আমাদের ঘরে আগুন লাগানো হয়। আগুন দেখে চিৎকার করে আমি ও আমার ঝি বাইরে লাফিয়ে পড়ি। তখন প্রিয়লালের ছেলেরা লোকজন নিয়ে এসে আমাদের মারধর করে। অভিযোগ অস্বীকার করে প্রিয়লাল বলেন, "আমরা কারও ঘরে আগুন দিইনি। সবই মিথ্যা অভিযোগ।"

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে তারা আদালতের একটি উচ্ছেদ আদেশ উপস্থাপন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

শহীদ

×