
ছবি: জনকণ্ঠ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল ও উখিয়া রেঞ্জে পৃথক অভিযান চালিয়ে চারটি নির্মাণাধীন পাকা বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৭ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
শনিবার সকালে এ পৃথক অভিযান চালানো হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নূরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রাজারকুল রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. অভিউজ্জামান জানিয়েছেন, একটি চক্র বনবিভাগের চোখে ফাঁকি দিয়ে রাতের আঁধারে বনভূমি দখল করে পাকা ঘর নির্মাণ করে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পাগলিরবিল বিট, দারিয়ারদিঘী বিট এবং রাজারকুল বিটে যৌথ অভিযান চালিয়ে চারটি নির্মাণাধীন পাকা বাড়ি গুড়িয়ে দেওয়া হয় এবং ২ একর বনভূমি দখলমুক্ত করা হয়।
অভিযানে আরও অংশ নেন আপারেজু বিট কর্মকর্তা আমজাদ হোসেন, দারিয়ারদিঘী বিট কর্মকর্তা ইসরাইল হোসেন এবং পাগলিরবিল বিট কর্মকর্তা খন্দকার মোকসেদ আলী।
অন্যদিকে, উখিয়া রেঞ্জের মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। উখিয়া সদর বিট কর্মকর্তা আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএফও মো. নূরুল ইসলাম বলেন, বনরক্ষায় পুরো জেলাজুড়ে বনবিভাগের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। তিনি বনভূমি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
শহীদ