
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবার স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর দাম।
রয়টার্সের তথ্য অনুসারে শুক্রবার, ২৩ মে আবারও দাম বেড়েছে স্বর্ণের এবং এটি দেড় মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড (স্বর্ণের সরাসরি মূল্য) প্রতি আউন্সে ১.১% বেড়ে ৩ হাজার ৩২৯ দশমিক ৬৯ ডলার হয়েছে । যা গত ১২ মে’র পর বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দর। সারা সপ্তাহে স্বর্ণের দাম ৪% বেড়েছে, যা ৭ এপ্রিলের পর সবচেয়ে বেশি সাপ্তাহিক বৃদ্ধি।
গত ৭ মে থেকে ক্রমাগত পতনের মুখে ডলারের মান। এর ফলে বিদেশি মুদ্রাধারীদের জন্য গ্রিনব্যাক-মূল্যের স্বর্ণ অনেকটাই সস্তা হয়ে গেছে। KCM Trade-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন,
“এই সপ্তাহে বাণিজ্য নিয়ে ইতিবাচক মনোভাব কমে গিয়ে এখন মার্কিন অর্থনৈতিক দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। এতে স্বর্ণ আবার বিনিয়োগকারীদের নজরে এসেছে। যতদিন না পর্যন্ত বাজারে শুল্ক, মার্কিন ঋণ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা শুধু হয়, ততদিন স্বর্ণের দাম ৩ হাজার ডলারের উপরে অবস্থান বজায় রাখবে।”
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা একটি বড় কর ও ব্যয়ের বিল পাশ করেছে, যা দেশের ওপর বহু ট্রিলিয়ন ডলারের নতুন ঋণের বোঝা তৈরি করতে পারে। বিনিয়োগকারীরা দেশের বাড়তে থাকা ঋণ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন ।
সা/ই