
ছবি: সংগৃহীত।
আকিকা না দিলে শিশুর কোনো বিপদ হয় কি না, এ নিয়ে বক্তব্য দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, “আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না—এমন কোনো কথা কোরআন বা সহিহ হাদিসে নেই। তবে আকিকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও নবীজির (সা.) সুন্নাহ।”
শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা করেন, আল্লাহ যদি কারোকে পুত্র সন্তান দান করেন, তবে তার জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল জবাই করার নির্দেশ রয়েছে। এটি নবী করিম (সা.)-এর সুন্নাহ, যা তিনি সন্তান জন্মের সপ্তম দিনে পালন করতে বলেছেন। যদি সপ্তম দিনে না করা যায়, তবে ১৪তম বা ২১তম দিনেও করা যেতে পারে। এমনকি যদি শিশুকালে আকিকা না করা হয়, তবুও বড় হয়ে তা আদায় করা যায়।
তিনি আরও বলেন, “যদিও আকিকা না দিলে শিশুর বিপদ হবে—এমন সরাসরি কোনো বক্তব্য নেই, তবে কিছু হাদিসে ইঙ্গিত রয়েছে যে সন্তান আকিকার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকে এবং বিভিন্ন অনিষ্ট থেকে রক্ষা পেতে পারে। অনেক আলেম বলেছেন, আকিকা একটি আত্মিক নিরাপত্তার প্রতীকও হতে পারে।”
তবে শায়খ আহমাদুল্লাহ স্পষ্ট করেন, কেউ যদি আর্থিক বা বাস্তব কারণে আকিকা করতে না পারে, তাহলে অন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত লাভের সুযোগ তার জন্য খোলা আছে। তিনি বলেন, “আল্লাহ তাআলা কারো কোনো আমল বৃথা করেন না।”
শেষে তিনি আহ্বান জানান, “আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, তাদের যেন এই সুন্নাহ পালন করার তাওফিক দান করেন।”
নুসরাত