ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কবে ঈদুল আজহার চাঁদ দেখা যাবে জানাল আরব আমিরাত

প্রকাশিত: ২০:০৭, ২৩ মে ২০২৫

কবে ঈদুল আজহার চাঁদ দেখা যাবে জানাল আরব আমিরাত

ছবি: সংগৃহীত।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ জুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

শুক্রবার (২৩ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এই তথ্য নিশ্চিত করেছেন আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান।

তিনি জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২৮ মে (বুধবার) হবে হিজরি ১৪৪৫ সনের জিলহজ্জ মাসের প্রথম দিন। সে হিসেবে ১০ জিলহজ্জ, অর্থাৎ ঈদুল আজহা পড়ছে ৬ জুনে।

আরবি দৈনিক এমারাত আল ইয়ুমকে দেওয়া এক সাক্ষাৎকারে আল জারওয়ান বলেন, ২৭ মে মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে জিলহজ্জ মাসের নতুন চাঁদ আবির্ভূত হবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে। ফলে চাঁদ দেখার অনুকূল পরিবেশ থাকবে বলে তিনি জানান।

তবে তিনি আরও বলেন, চাঁদ দেখার ধর্মীয় অনুমোদন ও ঈদের আনুষ্ঠানিক ঘোষণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দেবে। জ্যোতির্বিজ্ঞানের এই হিসাব কেবল সম্ভাব্য পূর্বাভাস হিসেবে বিবেচিত হবে।

নুসরাত

×