ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কোন পশু কত বছর বয়সে কোরবানি দেওয়া যাবে

রুহুল আমিন,কন্ট্রিবিউটিং রিপোর্টার-ডিমলা(নীলফামারী)

প্রকাশিত: ২০:৪৯, ২৩ মে ২০২৫

কোন পশু কত বছর বয়সে কোরবানি দেওয়া যাবে

ঈদুল আজহা বা কোরবানির ঈদের সময় ঘনিয়ে আসছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় কোরবানির হাট বসেছে। কোরবানির পশু কিনতে যাওয়ার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে জানতে হবে, কোন কোন পশু কোরবানির জন্য সহিহ। তিন ধরনের চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করা যাবে। তা হলো ছাগল, ভেড়া বা দুম্বা, গরু বা মহিষ এবং উট।

 

কোরবানির জন্য পশুর নির্দিষ্ট বয়সও রয়েছে। যেমন উটের বয়স পাঁচ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে। ছাগল ও ভেড়ার বয়স এক বছর হতে হবে। নাফে (রহ.) বর্ণনা করেছেন, আবদুল্লাহ বিন ওমর (রা.) কোরবানি, হজ ও ওমরার পশুর ক্ষেত্রে উটের বয়স পাঁচ বছর, গরু ও মহিষের বয়স দুই বছর এবং ছাগল, দুম্বা ও ভেড়ার ক্ষেত্রে এক বছর বয়স হওয়ার কথা বলতেন। (মুয়াত্তা মালেক, হাদিস : ৭৫৪)
তবে ছাগল ও ভেড়া এক বছর পরিপূর্ণ না হয়ে বছরের বেশির ভাগ সময় অতিবাহিত হয় এবং দেখতে এক বছরের বাচ্চার মতো মনে হয় তাহলে এ ধরনের দুম্বা ও ভেড়া দিয়ে কোরবানি জায়েজ। ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না।


আল্লাহ তাআলা বলেন, ‘আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি, যেন আমি তাদের জীবনোকরণ হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি তাতে (জবাই করার সময়) আল্লাহর নাম স্মরণ করে। (সুরা হজ, আয়াত : ৩৪)

×