ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হতাশার সময় নবীর শিক্ষা: একটি দোয়ার শক্তি

প্রকাশিত: ০৩:৩৩, ৯ জুলাই ২০২৫

হতাশার সময় নবীর শিক্ষা: একটি দোয়ার শক্তি

ছবি: সংগৃহীত

দুনিয়ার জীবন মুমিনের জন্য পরীক্ষার মাঠ। সুখ-দুঃখ, দুশ্চিন্তা, হতাশা আর অনিশ্চয়তার ছায়ায় ঢাকা এই ইহকাল যেন এক অবিরাম সংগ্রামের নাম। আর এই সংগ্রামে ধৈর্য ও আল্লাহর উপর ভরসাই একজন মুমিনের একমাত্র অবলম্বন।

কঠিন বিপদের মুহূর্তে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন—যা শুধু আল্লাহর উপর পূর্ণ আস্থার বহিঃপ্রকাশ নয়, বরং তা আশার বাতিঘর হয়ে হৃদয়ে শান্তির ছায়া ফেলে। এ দোয়াটিই ছিল হযরত ইব্রাহিম (আ.)-এর আশ্রয়, যখন তাঁকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল। এ দোয়াটিই পড়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.), যখন উহুদের বেদনাদায়ক পরাজয়ের পরে মদিনা আক্রান্ত হবার শঙ্কায় ছিল।

দোয়া যা দুশ্চিন্তা দূর করে:
রাসূল (সা.) বলেছেন—

"যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পড়বে, আল্লাহ তা'আলা তার সব দুশ্চিন্তার ব্যাপারে যথেষ্ট হবেন।"

দোয়াটি হলো:
"হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু, ও হুয়া রব্বুল আরশিল আজিম।"

অর্থ:
আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তাঁরই উপর ভরসা করি এবং তিনি মহান আরশের প্রতিপালক।

এই দোয়ায় যে গভীরতা, যে আস্থা—তা যেন অশান্ত হৃদয়ে শীতল বারিধারা হয়ে নেমে আসে। নবীজী বলেছেন, বিপদের সময় এই দোয়া পাঠে এমন এক শক্তি জন্মে, যা ধ্বংসের মুখে দাঁড়িয়েও আশা জাগায়।

কঠোর বাস্তবতায় এই দোয়ার শিক্ষা:
এই দোয়া শুধু একটি বাক্য নয়, বরং একটি বিশ্বাস, একটি দর্শন। আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা মানে হতাশা থেকে নিজেকে তুলে আনা। কারণ, কুরআনের ভাষায়—

"আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়।" (সূরা ইউসুফ, আয়াত: ৮৭)

এ যেন এক স্পষ্ট বার্তা—পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মুমিন কখনোই নিরাশ হতে পারে না। রাসূলের শিখিয়ে দেওয়া এই দোয়া মুমিনের সেই চিরন্তন প্রতিরক্ষাকবচ, যা সব শঙ্কা, দুশ্চিন্তা, বিপদ আর হতাশাকে ভেদ করে আল্লাহর করুণা বর্ষণ ডেকে আনে।

বিশ্বাস, দোয়া ও আল্লাহর উপর নির্ভরতার এই একসূত্রেই নিহিত আছে একজন মুমিনের শান্তি, সাহস ও সাফল্য। আজকের এই দুশ্চিন্তাপূর্ণ সময়ে আমাদেরও উচিত—এই দোয়া অন্তরে গেঁথে নেওয়া এবং আল্লাহর প্রতি আমাদের আস্থা আরও দৃঢ় করা।

 

শেখ ফরিদ 

×