ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আসন্ন ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে করণীয়

রুহুল আমিন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ডিমলা (নীলফামারী)

প্রকাশিত: ০২:২৭, ২৪ মে ২০২৫

আসন্ন ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে করণীয়

ছবি: সংগৃহীত

দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনার সংবাদ প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ‌্যমে। এরমধ‌্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি, দলবেঁধে প্রতিযোগিতা ছাড়াও ট্রাফিক তদারকির অভাবেই মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। এসব দুর্ঘটনায় সারাজীবনের জন‌্য পঙ্গুত্বের পাশাপাশি প্রাণও হারাচ্ছেন অনেকে।

বছরব্যাপী পাওয়া না পাওয়ার গল্প বলাসহ পিছনের সকল দুঃখ-কষ্ট ও বেদনাকে পিছনে ফেলে আপনজনের সাথে ঈদ উদযাপন করার জন্য মানব মন এক অব্যক্ত আশায় থাকে। পরিবারের সকলের সাথে ঈদের দিনটি আনন্দের সাথে উদযাপন করার প্রথা চলে আসছে আদিকাল থেকেই।

ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব। উৎসবে আনন্দ ভাগ করে নেওয়ার বিশেষ এই দিন আসে বছরে মাত্র দু’টি। তাই এই দিনে ঈদের আনন্দ ও খুশি দেওয়া ও নেওয়ার জন্য মানুষ মুখিয়ে থাকে। কিন্তু এই আনন্দ ও খুশির দিনটি তখনই বেদনা ও কষ্টে ভরে যায় যখন শোনা যায়, আপনজন ও আত্মীয়-স্বজনের কেউ একজন সড়ক দুর্ঘটনার শিকার। আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ের দিনটি হয়ে ওঠে শোকে পূর্ণ।

আসন্ন ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে কিছু করণীয়

মাত্রাতিরিক্ত ও বেপরোয়া গতিতে বাইক না চালানো, রাস্তার দিক পরিবর্তনের সময় সিগন্যাল দেওয়া, বাইকে ওভারলোড না নেওয়া, ট্রাফিক সিগনাল মেনে চলা, হেলমেট ব্যবহার করা, বাইকের অন্যান্য প্রয়োজনীয় সকল গিয়ার (হেলমেট ব্যতীত অন্যান্য সেফটি সরঞ্জামাদি) ব্যবহার করা। এছাড়া, অপরিপক্ব চালকের বাইক হাতে না নেওয়া, ফিটনেসবিহীন বাইক নিয়ে রাস্তায় বের না হওয়া, বাইক চালক অবশ্যই লাইসেন্সধারী হওয়া। ঈদ উপলক্ষে ট্রাফিক পুলিশের বিশেষ মনিটরিং সেল গঠন করা, সড়ক আইন বাস্তবায়ন করা, দুর্ঘটনার ক্ষেত্রে গণসচেতনতা বৃদ্ধি করা ইত্যাদি।

সর্বোপরি, ট্রাফিক আইনে উল্লেখিত যাবতীয় আইন-কানুন মেনে চলা ও প্রশাসন কর্তৃক তা বাস্তবায়ন এবং গণসচেতনতাই কমাতে পারে মোটরসাইকেল এক্সিডেন্টসহ সকল প্রকার দুর্ঘটনা।

রুহুল আমিন/রাকিব

আরো পড়ুন  

×