
ছবি: সংগৃহীত
ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সকল 'জুলাই শক্তি'কে ঐক্যবদ্ধ করে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠন ‘জুলাই ঐক্য’। এই আহ্বানের অংশ হিসেবে আগামী ২৫ মে, ২০২৫ (রবিবার) রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চলমান বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে ভারতের হস্তক্ষেপ এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশটি দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে। এতে অংশগ্রহণের জন্য দেশের স্বাধীনতাকামী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সকল নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আসিফ