
ছবি: সংগৃহীত
‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ ছবির সহ-অভিনেতা টম ক্রুজের সঙ্গে প্রথমবার দেখা করতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল। সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ উপস্থিত হয়ে এই বিব্রতকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।
শোতে অ্যাটওয়েল বলেন, সিনেমার শুটিং শুরুর আগে টম ক্রুজ তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান একটি মুভি দেখার জন্য, যাতে সহ-অভিনেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই সঙ্গে ক্রুজ পরামর্শ দেন, হেইলি যেন তার পোষা কুকুরদেরও সঙ্গে আনেন।
অ্যাটওয়েল জানান, তাঁর দুটি ফ্রেঞ্চ বুলডগ পুরো সিনেমা জুড়ে ক্রুজের কোলে বসে ছিল এবং একটানা গ্যাস ছেড়ে যাচ্ছিল। “ওরা খুবই ‘পোটেন্ট ফার্টার’,” বলেন তিনি। দর্শকদের হাসির রোল ফেলে তিনি আরও জানান, গন্ধে রীতিমতো নাক চেপে ধরছিলেন আশেপাশে থাকা লোকজন। কিন্তু টম ক্রুজ ছিলেন সম্পূর্ণ ধীরস্থির—মুভি উপভোগ করছিলেন এবং পপকর্ন খাচ্ছিলেন, যেন কিছুই ঘটছে না।
তবে অ্যাটওয়েলের লজ্জা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে এক পর্যায়ে তিনি নিজেই বলে বসেন, “Sorry for all the tootin’” — একেবারে ওয়েস্টার্ন স্টাইলে। মুহূর্তেই নিজের কথায় লজ্জায় পড়ে যান তিনি।
ফ্যালন তখন জানতে চান, “ক্রুজ কী বললেন?”
উত্তরে অ্যাটওয়েল বলেন, “সে একটু থতমত খেয়ে বললেন, ‘Uh, yeah uh like what… shoot yeah।’”
এরপর তাঁরা আবার সিনেমা দেখা শুরু করেন। তবে অ্যাটওয়েলের মতে, “আমার বলা লাইনটাই পুরো ঘটনার চেয়ে বেশি অস্বস্তিকর ছিল।”
সেলিব্রিটিদের জীবনের এমন মজার এবং মানবিক দিকই যেন তাদের আমাদের মতোই সাধারণ মানুষ করে তোলে। এই ঘটনা এখন অনলাইনে রীতিমতো ভাইরাল, আর দর্শকরা উপভোগ করছেন তারকাদের এমন মজাদার অভিজ্ঞতা।
এসএফ