ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ম্যাচ মিস করেও ভাইরাল, মেয়ের জন্য ‘পরিবারই প্রথম’ বললেন বস্টন কোচ

প্রকাশিত: ২০:৪০, ২৩ মে ২০২৫

ম্যাচ মিস করেও ভাইরাল, মেয়ের জন্য ‘পরিবারই প্রথম’ বললেন বস্টন কোচ

বস্টন রেড সক্সের ম্যানেজার এলেক্স কোরা গতকাল এক গুরুত্বপূর্ণ বেসবল ম্যাচ মিস করে নিজের মেয়ের কলেজ গ্র্যাজুয়েশনে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ১৯ মে, বস্টনের ফেনওয়ে পার্কে নিউ ইয়র্ক মেটসের বিরুদ্ধে ম্যাচের পরিবর্তে কোরা ছিলেন বস্টন কলেজে কৃতী কন্যা ক্যামিলা কোরার পাশেই, যিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

কোরা, যিনি বর্তমানে তার পেশাগত জীবনের চূড়ান্ত মুহূর্ত পার করছেন, বলেন, "আমি আমার মেয়ের জন্য সেরা সিদ্ধান্ত নিয়েছি। যারা বুঝতে পারছেন না, তাদের বোঝানোর চেষ্টা করবো না।"

স্থানীয় গণমাধ্যমের সমালোচনা বিশেষ করে ৯৮.৫ দ্য স্পোর্টস হাবের মাইক ফেলগার থেকে এসেছে। ফেলগার বলেন, "গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সকালেই শেষ হয়ে গিয়েছিল, দুপুরের পরেই হয়তো বড়ই উৎসব করা যেত। এরপর গেম ম্যানেজ করা সম্ভব ছিল।" তিনি আরও যোগ করেন, "লিডারশিপ এবং ইমেজের দিক থেকে এটা খারাপ নজির। গেমটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে দেখানোর একটা সুযোগ ছিল।"

কোরা সংবাদ সম্মেলনে তাঁর মেয়ের পাশে থাকার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, "ক্যামিলা চেয়েছিল আমি সেখানে থাকি, এটা তাঁর দিন, আমার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, "আমাদের জীবনের উদ্দেশ্য হল পরিবারের জন্য ভালো কিছু করা। আমি আমার মেয়েকে বড় করার জন্য যতটা সম্ভব চেষ্টা করছি। এটা নিখুঁত নয়, তবে এখন এটা নিখুঁত।"

কোরা সমালোচকদের উদ্দেশ্যে হাসিমুখে বলেন, "মানুষের নিজস্ব মতামত থাকে। তাদেরও হয়তো পরিবার আছে, যাদের জন্য তারা কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকেন।"

এদিকে, কোরার এই সিদ্ধান্তকে পছন্দ করেছেন অনেক খেলা প্রেমী। তারা সামাজিক মাধ্যমে লিখেছেন, "বেসবল সিজনে ১৬২টি গেম হয়, মেয়ের গ্র্যাজুয়েশন হয় একবার।" কেউ আবার বলেছেন, "তিনি তো আগে বাবা, তারপর ম্যানেজার।"

কোরা ইনস্টাগ্রামে ক্যামিলার সঙ্গে পরিবারের আনন্দের মুহূর্তের ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "#FamiliaEsFamilia অর্থাৎ 'পরিবারই পরিবার।' কোন ব্যাখ্যার দরকার নেই।"

এ ঘটনা স্পষ্ট করে দেয়, কখনো কখনো পেশার চাপে পরিবারের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়াই সবচেয়ে মানবিক এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত।

মিমিয়া

×