ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রেন্ট ব্রিজ টেস্টে রেকর্ডের বন্যা ইংল্যান্ডের

জো রুটের দ্রুততম রানের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৩, ২৪ মে ২০২৫

জো রুটের দ্রুততম রানের বিশ্বরেকর্ড

১৩ হাজারে পৌঁছার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন  জো রুট

বর্তমান সময়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করছেন জো রুট। তারই ফলস্বরূপ নতুন করে একটি বিশ্বরেকর্ড গড়েছেন ইংলিশ এই অভিজ্ঞ তারকা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৩৪ রানে আউট হলেও বিশে^র প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
২২ বছর পর রোডেশিয়ানদের সঙ্গে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সেখানে ইংলিশরা রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছেন জিম্বাবুয়ের বোলারদের ওপর। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া টেস্ট ম্যাচটি রুটের জন্য ১৫৩তম। এদিন ক্রিজে আসার আগে টেস্টে ব্যক্তিগত ১৩০০০ রান পূর্ণ করতে মাত্র ২৮ রানের প্রয়োজন ছিল ৩৪ বছর বয়সী ব্যাটারের। ইনিংসের ৮০তম ওভারে একটি সিঙ্গেল রান নিয়েই রুট সেই গন্তব্যে পৌঁছান। আর তাতেই তিনি ছাড়িয়ে গেছেন এতদিন পর্যন্ত টেস্ট ম্যাচের হিসাবে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ডবুক দখলে রাখা দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে।
প্রোটিয়ার এই কিংবদন্তি টেস্টের ১৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন ১৫৯তম ম্যাচে। তাঁর চেয়ে ৬ ম্যাচ কম খেলে এই ইংলিশ ক্রিকেটার ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ম্যাচের হিসাবে লাল বলে এই কীর্তি গড়ার তালিকায় এরপর আছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং (১৬২) ও শচীন টেন্ডুলকর (১৬৩)।
তবে ইনিংসের হিসাবে জো রুট বেশ পিছিয়েই আছেন। সবচেয়ে কম ইনিংস খেলে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় মাস্টার অব সুপারস্টার ক্রিকেটার শচীন। ওই সময় তার ইনিংস সংখ্যা ছিল ২৬৬টি। এই তালিকায় থাকা পরবর্তী তারকারা হলেন- জ্যাক ক্যালিস (২৬৯), রিকি পন্টিং (২৭৫), রাহুল দ্রাবিড় (২৭৭) ও জো রুট (২৭৯)। সবমিলিয়ে বলা চলে রুট ইনিংসের হিসাবে ১৩ হাজারি ক্লাবে ঢুকেছেন পঞ্চম দ্রুততম ব্যাটার হিসেবে।

×