
নতুন চুক্তির আয়োজনে ক্লাব সভাপতি ও পরিবারের সঙ্গে রাফিনহা
হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই ট্রেবল পূর্ণ করেছে বার্সেলোনা। আর এই তিনটি শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। চলতি মৌসুমে বার্সার জার্সিতে ৫৬ ম্যাচে ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। এবার কাতালানদের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ালেন এই সেলেসাও তারকা।
অবশ্য তার সঙ্গে বার্সেলোনার চুক্তি ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত, যা এখন গিয়ে ঠেকেছে ২০২৮-এ। চুক্তির মেয়াদ বাড়ানোর পর রাফিনহা বলেন, ‘পরিবারকে আগেই বলে রেখেছি যে, আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।’
তিনি আরও বলেন, ‘আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া। আমি এখন রাফিনহা, একজন বাবা, একইসঙ্গে অধিনায়কও। যখন প্রথমবার ব্লুগ্রানায় আসি, সেই সময়ের চেয়ে এখন আমার ওপর অনেক দায়িত্ব। প্রতিবছরই আমার মাঝে ম্যাচুরিটি এসেছে, আগের চেয়ে আমি অনেক পরিণত হয়েছি।’
নতুন এই চুক্তির খবরটি নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন রাফিনহার স্ত্রী নাতালিয়া বেল্লোলি। সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ও নাতালিয়ার মাঝে সন্তান কোলে দাঁড়িয়ে রাফিনহা। সবাই মিলে ধরে রেখেছেন রাফিনহার জার্সি, যাতে লেখা ২০২৮। এর আগে ২০২২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের দুই মৌসুম কাটিয়ে বার্সায় যোগ দেন রাফিনহা।