ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আটক ছাত্রদল নেতাকে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নিলো সহযোগীরা

প্রকাশিত: ০৮:০৮, ২৪ মে ২০২৫

আটক ছাত্রদল নেতাকে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নিলো সহযোগীরা

ছবি:সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে জেলা ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার নাটকীয় ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

 

 

ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন কবির জমাদ্দার (২৮), যিনি পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য। আটক দুজন হলেন নাছির হাওলাদার ও নজরুল ইসলাম, যিনি ভাণ্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি এবং কবিরের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার।


জানা গেছে, উপজেলার মেদিরাবাদ এলাকায় উত্তর শিয়ালকাঠি গ্রামের একটি বিরোধীয় জমি থেকে গাছ কাটা হচ্ছিল। ওই এলাকার মোরশেদা আক্তার নামের এক নারী জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়ে অভিযুক্ত নাছির হাওলাদারকে নিষেধ করে।

তবে নিষেধ অমান্য করে গাছ কাটতে থাকায় পুলিশ নাছিরকে আটক করার চেষ্টা করলে ছাত্রদল নেতা কবির জমাদ্দারের সহায়তায় তিনি পালিয়ে যান। এরপর পুলিশ কবির জমাদ্দারকে আটক করে থানায় নেওয়ার পথে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে নজরুল ইসলাম ও তাঁর লোকজন পুলিশের গাড়ির গতিরোধ করেন এবং জোরপূর্বক কবিরকে ছিনিয়ে নিয়ে যান।

 


ঘটনার কিছুক্ষণ পর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে নাছির ও নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আহমেদ আনওয়ার জানিয়েছেন, পুলিশের ওপর হামলা ও আটককৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

সূত্র:https://youtu.be/jH8bN8-i_z8?si=Ge1rMPfFZ99V72Jv

আঁখি

×