ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

প্রকাশিত: ০৮:২০, ২৪ মে ২০২৫; আপডেট: ০৮:২১, ২৪ মে ২০২৫

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ছবি:সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর পার্কে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে জুয়েল (৪০) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

 

 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, যাত্রাবাড়ী পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই তিনজনের মধ্যে একজন একটু বেশি আহত। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হানিফ ফ্লাইওভারের উপর থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করেছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

জুয়েলের ডান হাতে ও বা পায়ে আঘাত লেগেছে বলে জানা যায়।

আঁখি

×