ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন অভিনেতা ধানুশ!

প্রকাশিত: ১৩:৩১, ২২ মে ২০২৫

ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন অভিনেতা ধানুশ!

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার তারকা ধানুশ অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে সিনেমায় পা রাখেন তিনি, কারণ তার বাবা ছিলেন একজন সিনেমা পরিচালক। শুরু থেকেই দর্শকদের মন জয় করতে খুব বেশি সময় নেননি। এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছেন ধানুশ।

সর্বশেষ তাকে দেখা গেছে 'নীলভুক এন মেল এননাদি কোবাম' সিনেমায়। অভিনয়ের পাশাপাশি, এবারই প্রথম বায়োপিকে কাজ করছেন তিনি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালামের জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে 'কালাম' সিনেমা। এই সিনেমায় প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করবেন ধানুশ। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন 'আদিপুরুষ' ছবির নির্মাতা ওম রাউত।

চলচ্চিত্রটি প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল এবং ভূষণ কুমার। প্রযোজকরা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, 'কালাম' চলচ্চিত্রের মাধ্যমে প্রাক্তন রাষ্ট্রপতি ড. কালামের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নির্মাণ করা হচ্ছে। এ সিনেমা দিয়ে তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।

পরিচালক ওম রাউত চলচ্চিত্র সম্পর্কে বলেন, 'এই যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব। সেদিক থেকে প্রাক্তন রাষ্ট্রপতি অনেক উপরে ছিলেন। তিনি শিক্ষা, উৎকর্ষতা ও দেশীয় উদ্ভাবনের শক্তির জন্য পরিচিত ছিলেন। তার গল্প পর্দায় তুলে ধরা একজন অভিনয় শিল্পীর জন্য চ্যালেঞ্জিং। সিনেমাটি তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে।'

চলচ্চিত্রটি ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। 'কালাম' সিনেমা নির্মাণের সার্বিক সহযোগীতা করছে এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

এই বায়োপিকটি ধানুশের ক্যারিয়ারের একটি নতুন মাইলফলক হতে চলেছে, যেখানে তিনি ভারতের 'মিসাইল ম্যান' হিসেবে পরিচিত ড. এ. পি. জে. আবদুল কালামের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি কালামের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এবং তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করবে।

এসইউ

×