ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশে হামলার শিকার পাকিস্তানি ইউটিউবার রজব বাট, গুরুতর হুমকির অভিযোগ

প্রকাশিত: ০৮:৩৪, ২২ মে ২০২৫

বিদেশে হামলার শিকার পাকিস্তানি ইউটিউবার রজব বাট, গুরুতর হুমকির অভিযোগ

ছবি: সংগৃহীত

পাকিস্তানি ইউটিউবার ও টিকটকার রজব বাট, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, দাবি করেছেন যে তিনি লন্ডনে একটি “গুরুতর হামলার” শিকার হয়েছেন।

রজব বাট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেন, যেখানে একটি ভাঙা জানালার গাড়ি দেখা যায়। ভিডিওতে তাকে গাড়ির দরজা খুলতে দেখা যায় এবং সেই সময় তিনি “আল্লাহু আকবার” বলছেন, যদিও তার মুখ স্পষ্ট নয়।

পরে আরেকটি ভিডিও বার্তায় রজব বাট হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অনেকেই জানতে চাইছেন, আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারছি না, তাই স্পষ্ট করে বলছি-আমার ওপর হামলা হয়েছে। এটা কোনো প্র্যাঙ্ক বা নাটক নয়, বরং বাস্তব ঘটনা।”

তিনি এই হামলাকে “তীব্র” বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি অল্পের জন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। বিস্তারিত কিছু জানাতে না চাইলেও তিনি বলেন, শিগগিরই একটি ভ্লগ প্রকাশ করবেন, যেখানে পুরো ঘটনা ব্যাখ্যা করা হবে।

রজব বাট তার অনুসারীদের কাছে দোয়া চেয়ে বলেন, “আমি বেঁচে গেছি-এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এই ঘটনার পাশাপাশি তিনি পাকিস্তানে ফিরে আসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, যদিও বিস্তারিত তথ্য ভবিষ্যতের ভিডিওতে জানানো হবে বলে উল্লেখ করেছেন।

উল্লেখযোগ্য যে, এর আগে রজব বাট একটি বিতর্কিত ভিডিওর কারণে বিদেশে চলে যান। তিনি পাকিস্তান দণ্ডবিধির একটি সংবেদনশীল ধারার (ধারা ২৯৫) প্রসঙ্গে একটি পারফিউম “২৯৫” নামকরণ করে তা বাজারে আনার ঘোষণা দেন, যা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে সংশ্লিষ্ট ভিডিওটি তার সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা হয়।

সূত্র জানায়, রজব বাট এর আগেও গুরুতর হুমকি পেয়েছিলেন, যা তাকে দেশত্যাগে প্রভাবিত করেছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: https://short-link.me/ZSMI

মিরাজ খান

×