
বলিউডের জনপ্রিয় ও বহুমুখী অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের ক্যারিয়ার নব্বইয়ের দশক থেকে শুরু। রোম্যান্টিক কমেডি থেকে অ্যাকশন-ক্রাইম—প্রতিটি ঘরানায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। ২০১৪ সালে যশরাজ ফিল্মসের কর্ণধার ও পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে করেছেন রানি। ২০১৫ সালে তাঁদের কন্যা আদিরা জন্মগ্রহণ করে।
বিয়ের ১১ বছর পেরিয়ে গেলেও আদিত্য এখনও রানিকে বিয়ের জন্য ‘শাপশাপান্ত’ করেন বলে জানা গেছে। স্বভাবগতভাবে প্রচারবিমুখ এই পরিচালক, আলোকচিত্রের সামনে আসতে চান না কখনোই। বলিউডের অভিজাত পরিবারের সন্তান হলেও তিনি মিডিয়ার চোখ থেকে দূরে থাকতে ভালোবাসেন। নিজের ছবি তুলানোও খুব একটা পছন্দ নয় তার।
একাধিক বছর আগের এক সাক্ষাৎকারে রানিকে আদিত্যর ক্যামেরার সামনে আসার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, আদিত্য আলোকচিত্রীর ক্যামেরার সামনে না এসে বরং নিজের ফোনের ক্যামেরায় ছবি তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। রানির কথায়, “পরিচালক হওয়ায় আদিত্য সাধারণ মানুষের ভিড়ে মিশতে ভালোবাসে। তিনি চান সকলের মাঝে একজন সাধারণ মানুষ হয়ে থাকতে, কোনো তারকা ভাব দেখাতে চান না। এজন্যই ছবি তোলা খুব পছন্দ নয় তার।”
রানি আরও জানান, “বিয়ে করার পর থেকেই আদিত্য আমার ওপর রাগ করতেন। কারণ তিনি মনে করেন, আমাকে বিয়ে করার পর থেকেই তার ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে। এই কারণেই তার অসন্তোষ।”
এদিকে, এ সমস্ত বক্তব্যের আলোকে প্রশ্ন উঠছে—যদি আদিত্য রানিকে এতটা দায়ী মনে করেন, তবে কি রানির জীবনে সত্যিই সুখ নেই? তাদের পারিবারিক জীবন ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগ্রহী হয়েছেন অনেকেই।
রাজু