ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নামাজ কায়েম করার আহ্বান জানালেন মিশা সওদাগর

প্রকাশিত: ২১:২৪, ২১ মে ২০২৫

নামাজ কায়েম করার আহ্বান জানালেন মিশা সওদাগর

সংগৃহীত

ঢালিউডের খলনায়ক মিশা সওদাগর তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ভক্তদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছেন। সুস্থতা বা অসুস্থতা যে অবস্থাতেই থাকুন, নামাজ আদায় করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সুস্থ বা অসুস্থ, যে অবস্থাতেই থাকুন না কেন, নামাজ পড়া অপরিহার্য। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।"

মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে বৃহস্পতিবার (১৫ মে) তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। প্রায় ৯ বছর আগে 'মিসড কল' সিনেমার শুটিং করতে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন, এবং তখন তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। সেসময় চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন, তবে পুরনো আঘাতের স্থানেই আবারও ব্যথা অনুভব করেন। এর পরেই চিকিৎসকের পরামর্শে তিনি হাঁটুর অস্ত্রোপচার করাতে যুক্তরাষ্ট্র যান।

মিশা সওদাগর তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন। তিন দশকের বেশি সময় ধরে বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করেছেন, এবং বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা হিসেবে পরিচিত।

তার খলনায়ক চরিত্রে অভিনয় জনপ্রিয় হলেও, সাধারণত খল অভিনেতাদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, মিশা সওদাগরের ক্ষেত্রে তা একেবারে উল্টো তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করেন দর্শকরা।

এদিকে, মিশা সওদাগরের ফেসবুক স্ট্যাটাসের পর তার ভক্তরা তাকে দোয়া ও সমর্থন জানিয়েছেন। অনেকেই তার বক্তব্যের সাথে সহমত প্রকাশ করে নামাজের গুরুত্ব নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ তাকে আরও দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মিশা সওদাগরের ফের চলচ্চিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে দর্শকরা আগ্রহী। এখন তার দ্রুত আরোগ্য কামনায় ভক্তদের আশাবাদী দোয়াও অব্যাহত।
 

হ্যাপী

×