
নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন কণ্ঠশিল্পী অমি মুহিত। গানের শিরোনাম ‘বেসামাল। রাজিব হুমায়ুনের কথায় এটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। এতে অমি মুহিতের সঙ্গে মডেল হয়েছেন প্রাচী খান। ভিডিওটি নির্মাণ করেছেন অমি মুহিত ও অপু। এটি শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে অমি মুহিত বলেন, ‘কিছু মজাদার কথায় এ গানটি সাজালাম। গানের কথার সঙ্গে সুরও তেমন করেছি। এর মধ্যে অনেকে গানটির জন্য প্রশংসা করেছেন। আমি সাধারনত মেলোডি কথার গান বেশি করি। কিন্তু এ গানটি তার ব্যতিক্রম বলতে পারি। আশা করি যারা শুনবেন তাদের ভালো লাগবে।’ প্রসঙ্গত অমি নিজের গানের বাইরে অন্য শিল্পীদের জন্যও নিয়মিত গান করছেন বলে জানান।
প্যানেল