
ছবি: সংগৃহীত
বাবা হিসাবে সিদ্দিক কিছুই করেনি। আমার ছেলেকে আমাকেই মানুষ করতে হচ্ছে। ওর খোঁজখবর নেয় না, খরচও দেয় না বলে জানিয়েছেন চিত্রনায়িকা মারিয়া মিম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, বিচ্ছেদের পর একমাত্র ছেলের পুরো দায়িত্ব তার কাঁধেই। সন্তান মানুষ করা সহজ কাজ নয়। আমি একাই সব কিছু করছি, ওর স্কুল, পড়াশোনা, চিকিৎসা—সব খরচ আমাকেই চালাতে হচ্ছে, বলেন মিম।
তিনি আরো বলেন, কিছু দিন আগে আমার সন্তানের অপারেশন হলো সেটার সব খরচ আমিই বহন করেছি।
প্রসঙ্গত, ২০১২ সালে বিয়ে করেছিলেন সিদ্দিক ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র ছেলে বর্তমানে মারিয়া মিমের কাছেই থাকছে।
এসএফ