ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মাত্র ৫টি অভ্যাসে কোটিপতি! ওয়ারেন বাফেট যেভাবে গড়েছেন বিশাল সম্পদের

প্রকাশিত: ০৭:৪৩, ২২ মে ২০২৫; আপডেট: ০৭:৪৯, ২২ মে ২০২৫

মাত্র ৫টি অভ্যাসে কোটিপতি! ওয়ারেন বাফেট যেভাবে গড়েছেন বিশাল সম্পদের

বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তার দীর্ঘ ক্যারিয়ারে দেখিয়ে দিয়েছেন ধনবান হওয়ার জন্য জাদু লাগে না, লাগে কিছু অভ্যাস আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। যারা দীর্ঘমেয়াদে আর্থিক সাফল্য চান, তাদের জন্য বাফেটের পাঁচটি ‘সোনার নিয়ম’ হতে পারে পথ দেখানো আলো। জেনে নিন সেই নিয়মগুলো-

১. আবেগ নয়, বিনিয়োগে চাই ঠান্ডা মাথা
 ওয়ারেন বাফেট বলেন, “বিশ্ব আপনাকে মানাবে না, আপনাকেই মানিয়ে নিতে হবে।”
বাজারে ওঠানামা থাকবেই।কখনও লাভ, কখনও ক্ষতি। কিন্তু অনেকেই ছোটখাটো লসে ভয় পেয়ে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বসেন, যা দীর্ঘমেয়াদে ভয়ংকর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সফল বিনিয়োগকারীরা দিনের খবর নয়, বরং দশকের ফলাফলের দিকে তাকিয়ে এগিয়ে যান।

২. সেরা সুযোগের জন্য অপেক্ষা করুন
 তার মতে, “জীবনের বড় জিনিসগুলো কখনোই সাজানোভাবে আসে না।”
প্রতিদিন বাজারে লেনদেন করলেই যে লাভ হবে, তা নয়। বরং কখন ‘না করা’ উচিত সেটাই বড় গুণ। যেদিন সত্যিকারের সুযোগ আসবে, আপনি যদি ধৈর্য ধরে প্রস্তুত থাকেন, তখনই আসবে সাফল্য।

৩. কার সঙ্গে চলছেন, সেটাই নির্ধারণ করে ভবিষ্যৎ
 বাফেট বলেন, “আপনার সহচররাই আপনাকে গঠন করে।”
 ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সঙ্গী বেছে নেওয়াটাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যায় বা ফেল করে দেয়। তার পরামর্শ-বুদ্ধিমান, নৈতিক এবং অনুপ্রেরণামূলক মানুষদের সঙ্গেই সময় কাটান। ঠিক মানুষদের সঙ্গে থাকলে আপনি নিজেও এগিয়ে যাবেন।

৪. ব্যবসায়ীর মতো ভাবুন, জুয়াড়ির মতো নয়
 বাফেটের সতর্কতা: “খবর দেখে শেয়ার কেনা মানে বিনিয়োগ নয়, সেটা জুয়া।”
 অনেকেই ট্রেন্ড দেখে শেয়ার কেনাবেচা করেন, যা সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ। প্রকৃত বিনিয়োগ মানে হলো মজবুত ভিত্তির ওপর দাঁড়ানো কোনো ভালো ব্যবসার আংশিক মালিক হওয়া এবং দীর্ঘ সময় ধরে তার সঙ্গে থাকা।

৫. সঠিক সময়ে ঝাঁপ দিন, কিন্তু প্রস্তুতি নিয়ে
 তিনি বলেন, “আমরা টাকা পেয়েছি, কারণ আমরা সবার চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছি।”
 অবশ্যই ধৈর্য দরকার, কিন্তু যেদিন সঠিক সুযোগ আসবে, সেদিন দেরি করলে চলবে না। আগে থেকেই গবেষণা করে রাখা থাকলে, তখনই ঝাঁপ দিয়ে সেই সুযোগকে সোনা বানানো যায়।

ওয়ারেন বাফেটের এই পাঁচটি অভ্যাসে লুকিয়ে আছে কোটিপতি হওয়ার রহস্য। আপনি যদি এই নিয়মগুলো জীবনে অনুসরণ করেন, তাহলে দৈনিক বাজার বিশ্লেষণ নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও সময়জ্ঞানই আপনার ভাগ্য বদলে দিতে পারে।

 

 

 


সূত্র:https://tinyurl.com/2s44rbrr

আফরোজা

×