ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ পড়ল মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অংশ

প্রকাশিত: ১১:২৭, ২২ মে ২০২৫

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ পড়ল মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অংশ

ছবি: সংগৃহীত।

দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলার লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে নতুন শপথ পাঠের নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২১ মে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, “সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এই শপথ পাঠ বাধ্যতামূলক করা হলো।”

নতুন শপথ বাক্যটি হলো: "আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।"

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের শপথ বাক্যে থাকা "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও শহীদদের রক্ত বৃথা না যাওয়ার" অংশগুলো বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে নতুন দুটি বাক্য—“অন্যায় ও দুর্নীতি করিব না” এবং “অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।”

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার শাসনামলে চালু হওয়া শপথ বাদ দিয়ে ১৯৯০-এর দশকে প্রচলিত শপথ পাঠ পুনরায় চালুর নির্দেশ দিয়েছিল। এবার আরও এক ধাপ এগিয়ে নতুন কাঠামোয় শপথ পাঠের নির্দেশনা দেওয়া হলো।

এই প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং তা দ্রুত সরকারি গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

শিক্ষা বিষয়ক বিশ্লেষকরা বলছেন, নতুন শপথে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের ওপর জোর দেওয়া হয়েছে। তবে বঙ্গবন্ধুর নাম ও মুক্তিযুদ্ধের প্রতি অঙ্গীকার বাদ দেওয়ায় কিছু মহল থেকে সমালোচনার আশঙ্কা রয়েছে।

নুসরাত

×