ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১৪:০৫, ২২ মে ২০২৫

মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী রশিদাবাদ মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোজাম্মেল হককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে পটিয়ার খুশবু ডাইন রেস্তোরাঁয় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সুপার মোজাম্মেল হক। তিনি বলেন, হারুনুর রসিদ কোনো দাতা সদস্য না হয়েও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হন। এর মাদ্রাসার সুপারকে নাজেহাল করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সুপার মাওলানা বেলাল চৌধুরী, শিক্ষক মাও. আবুল কাসেম, জেবুন নাহার চৌধুরী, মো. রফিক, নাছির আহমদ, খালেদা বেগম, সুমী দে, মাও. এনামুল হক, আবু জাফর, আব্দুল্লাহ আল হোসাইন, আবু ইরফান, সামশুল আলম প্রমুখ।

এর আগে গত ১৯ মে (সোমবার) পটিয়া উপজেলা গেটের সামনে উপজেলার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এক বিশাল মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “শিক্ষক জাতি গঠনের কারিগর। একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার শামিল।

সজিব

×