
ছবিঃ সংগৃহীত
আজ বৃহস্পতিবার (২২ মে) জুলাই আন্দোলনে নিহত গোলাম নাফিজের জন্মদিন।
নিহত গোলাম নাফিজের পাদানিতে ঝুলতে থাকা গুলিবিদ্ধ দেহ সম্বলিত ছবি সহ একটি ফেসবুক ফটোকার্ড শেয়ার করেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এই পোস্টে লেখেন, জুলাই অভ্যুত্থানের এক দীপ্ত যোদ্ধা গোলাম নাফিজ। পাদানিতে ঝুলতে থাকা গুলিবিদ্ধ নাফিজ, তখনো রিকশার রড ধরে ছিলো। নাফিজের আজ জন্মদিন, বেঁচে থাকলে আজকের দিনে নাফিজ হয়তো ধরে থাকতো বন্ধুদের ভালোবাসায় শিক্ত একগুচ্ছ ফুল। তুমি নেই, কিন্তু তোমার স্বপ্ন বেঁচে আছে আমাদের ভেতর।
ফটোকার্ডটিতে লেখা ছিল নিহত গোলাম নাফিজের বাবার কিছু কথা।
নিহত গোলাম নাফিজের বাবা বলেন, ওই যে দেখেন, ছেলেটা রিকশার রডটা ধইরা রাখছিল। কত খুঁজলাম, তখন যদি ছেলেটারে পাইতাম, বাঁচানোর জন্য একটু চেষ্টা করতে পারতাম। ছেলের বুকের মধ্যে লাগা গুলি পিঠের দিক দিয়া বাইর হইয়া যায়। পরে তো শুনি আমার চাঁদের মতো ছেলেটা মর্গে আছে।
ইমরান