
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং অনাহারে শিশুদের মৃত্যুর ঘটনাকে ঘিরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।
তিনি লেখেন, ‘প্রতিরোধের মুরোদ নেই বুঝলাম, তাই বলে পুণ্যভূমির শিশুদের অনাহারে মৃত্যুর সময়ও নির্বিকার মুসলিম দেশগুলো!’
মানবতাবাদের নামে বিশ্বে যারা নৈতিকতার বুলি আউড়ান, তাদের দ্বিচারিতা নিয়েও তীব্র সমালোচনা করেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘মানবতাবাদের ধ্বজাধারী প্রতারকদের মুখোশ আর কত খুললে ওদের ভালো মানুষির মোহভঙ্গ হবে?’
তার মতে, ফিলিস্তিন বর্তমান সময়ের মানবতা ও সভ্যতার প্রকৃত মানদণ্ড। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক, তা পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হলো ফিলিস্তিন।’
বিশ্ব বিবেক ও মুসলিম উম্মাহ—উভয় পক্ষকেই ফিলিস্তিনের ওপর চলমান নির্যাতনের জন্য দায়ী করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর সংঘটিত নির্মমতার দায় আমাদের সবার। একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
নিজের পোস্টের শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, ‘মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি।’
আসিফ